নিউজ ডেস্কঃ
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে জেঁকে বসেছে করোনার ভয়াল থাবা। প্রতিদিনই আক্রান্ত হচ্ছে সদর দপ্তর থেকে শুরু করে মাঠ পর্যায়ের কর্মকর্তাগণ। এবার করোনার মিছিলে স্বপরিবারে আক্রান্ত হলেন ৩১ তম বিসিএস কৃষি পরিবারের নারী কর্মকর্তা কারিমা আক্তার। তিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি ঢাকায় কর্মরত।
খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাওয়া কর্মকর্তারা পাচ্ছেন না কোন ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী, আবার কাজের কারণে মানতে পারছেন না ২৫% উপস্থিতির বিষয়টাও। মাঠ দিবস, প্রশিক্ষণ, কর্মশালা, প্রণোদনা বিতরণ, খাদ্য বিভাগের ধান ক্রয়ে সহযোগিতা ইত্যাদি বিভাগীয় কাজ করতে গিয়ে ইচ্ছা থাকা স্বত্তেও মানা সম্ভব হচ্ছে না সামাজিক দূরত্ব। আবার অধিকাংশ উপজেলায় কর্মকর্তাগণ উপজেলা প্রশাসনের ত্রাণ সামগ্রী বিতরণ, সামাজিক দূরত্ব নিশ্চিতকরণের দায়িত্বে নিয়োজিত আছেন, সেখানেও সম্ভব ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না । অথচ কোন কর্মকর্তার জন্য ন্যুনতম সুরক্ষা সামগ্রী দেওয়া হয়নি, আর এসব কারণেই দিন দিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সবমিলিয়ে কৃষি বিভাগে এক অজানা আতংক বাসা বেধেছে। তবুও রাষ্ট্রীয় দায়িত্ব পালনে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে কৃষি বিভাগ প্রতিটি কর্মকর্তা।
ডিএই সূত্রে জানা গেছে, আজ ২৫/০৬/২০২০ অব্ধি ক্যাডার অফিসার ৩৩ জন, এএইও ১ জন, এসএপিপিও ১ জন, এসএএও ৩১ জন, অন্যান্য ১২ জন সহ মোট ৭৮ জন জনবল করোনায় আক্রান্ত হয়েছেন।