কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী অঞ্চলের সম্মানিত অতিরিক্ত পরিচালক জনাব সুধেন্দ্র নাথ রায় আজ পুঠিয়ার বানেশ্বর হাটে আমের বাজার পরিদর্শন করেন। এ সময় তিনি আম বিক্রেতা, আম ব্যবসায়ী ও আড়তদার, হোটেল মালিকের সাথে কথা বলেন। একই সাথে এনসিটিবি মার্কেটে স্থাপিত আম শোধনের প্লান্ট “হট ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ” স্থাপনের অগ্রগতির খোঁজ খবর নেন। এসময় তাঁর সাথে ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী জেলার সম্মানিত উপপরিচালক জনাব মোঃ শামছুল হক, পুঠিয়া উপজেলা কৃষি অফিসার জনাব শামসুন নাহার ভুঁইয়া, কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মঞ্জুরুল হক।