নিউজ ডেস্কঃ
এবার কৃষি সম্প্রসারণ অফিসার হালুয়াঘাট, ময়মনসিংহ করোনাভাইরাসে আক্রান্ত। ৩৬ তম বিসিএস (কৃষি) ক্যাডারের সদস্য মেহজাবিন খানম, কৃষি সম্প্রসারণ অফিসার, হালুয়াঘাট, ময়মনসিংহ, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিভাগীয় দায়িত্ব পালন করতে গিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ আত্মনিবেদিত এই কর্মকর্তার জন্য আশু সুস্থতা কামনা করেছেন। সকলের নিকট দোয়া কামনা করেছেন প্রিয় সহকর্মী যেন দ্রুত সুস্থতা লাভ করেন। মহান আল্লাহ রাব্বুল আলামীন প্রিয় সহকর্মী ও তার সহধর্মিণীকে ধৈর্য্য ধারণ করার তওফিক দান করুন।
উল্লেখ্য যে উপজেলা কৃষি অফিসার মোঃ মাসুদুর রহমান সহ উক্ত অফিসের ০৮ জন করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন।