নিউজ ডেস্কঃ
কৃষি সম্প্রসারন অধিদপ্তরের মহাপরিচালক এর স্বপরিবারে করোনা থেকে মুক্ত হয়েছেন আজ তিনি তার ফেসবুক আইডি থেকে নিজেই এ তথ্য জানিয়েছেন। এ ছাড়া তিনি তার আইডির মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতাল ,মাননীয় কৃষি মন্ত্রী ,কৃষিবিদ ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি, কৃষি মন্ত্রণালয়ের সচিব মহোদয় ,কৃষি মন্ত্রণালয়ের সচিব মহোদয় , আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব,সহকর্মীবৃন্দ, সাংবাদিকবৃন্দ,শুভাকাঙ্ক্ষী রাত জেগে সংকটময় মুহূর্তে সংশ্লিষ্ট চিকিৎসকদের সাথে শলা-পরামর্শ করেছেন,চিকিৎসার খবর নিয়েছেন, রোগমুক্তির জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেছেন এবং মহান আল্লাহ তা কবুল করেছেন। এজন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি আরও জানান তাঁর পরিবারের সবাই এখন করোনা নেগেটিভ এবং সুস্থ্য রয়েছে।তিনি পরিপূর্ণ সুস্থ্যতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এবং তিনি বলেন আল্লাহ পাক আমাদের সবাইকে করোনা মহামারী থেকে রক্ষা করুন। উল্লেখ্য তিনি গত ০৯ই মে তারিখ স্বপরিবারের করোনায় আক্রান্ত হন। এরপর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ।