নিউজ ডেস্কঃ
খাগড়াছড়িতে করোনা পরিস্থিতিতে অসহায় হয়ে পড়া গরিব, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের পাশে মানবিক বিভিন্ন সংগঠনের সহায়তা অব্যাহত রয়েছে।
এরই অংশ হিসেবে শুক্রবার অভিযাত্রিক ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠনের উদ্যোগে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক হাজার পরিবারের পাশে বিভিন্ন শাক-সবজি বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, অভিযাত্রিক ফাউন্ডেশন দেশের যেকোনো দুর্যোগে মানুষের পাশে থাকার চেষ্টা করে। স্বেচ্ছাসেবীদের উদ্যোগে এবারও করোনা সংকটকালে সাধ্যমতো মানুষের পাশে দাঁড়ানো হয়েছে।
সুত্রঃ বিডি প্রতিদিন