1. mahbub@krishinews24bd.com : krishinews :

খাদ্যশস্য মজুদে রেকর্ড

  • আপডেট টাইম : Monday, August 23, 2021
  • 256 Views
খাদ্যশস্য মজুদে রেকর্ড
খাদ্যশস্য মজুদে রেকর্ড

দেশে খাদ্যশস্য মজুদে রেকর্ড গড়েছে। রোববার (২২ আগস্ট) পর্যন্ত চালের মজুদ রয়েছে ১৫ লাখ ৭ হাজার ৪১২ মেট্রিক টন। অপর দিকে গমের মজুদ দাঁড়িয়েছে ১ লাখ ৯৬ হাজার ৪৪ মেট্রিক টন। অর্থাৎ চাল ও গমের মজুদ ১৭ লাখ ৩ হাজার ৪৫৫ মেট্রিক টন। গত বছর খাদ্যশস্যের মজুদ ছিল ১৬ দশমিক ৬৯ মেট্রিক টন।

অন্যদিকে ধান সংগ্রহের যে চিত্র তাতে দেখা গেছে, ২২ আগস্ট পর্যন্ত ৩ লাখ ৪৯ হাজার ৭১২ মেট্রিন টন ধান সংগ্রহ করা হয়েছে। আর বোরো মৌসুমে চাল সংগ্রহ করা হয়েছে ৯ লাখ ২১ হাজার ৭০০ মেট্রিক টন। বোরো চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ১০ লাখ মেট্রিক টন। ২২ আগস্ট পর্যন্ত লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছে গেছে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

আগামী ৩১ আগস্টের মধ্যে লক্ষ্যমাত্রার শতভাগ পূণ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। গত ৮ মে থেকে বোরো চাল সংগ্রহ শুরু হয়।

চালের দাম স্থিতিশীল রাখতে সরকার বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। তারই অংশ হিসেবে সোমবার (২৩ আগস্ট) ৩৯টি প্রতিষ্ঠানের অনুকূলে ৯১ হাজার টন সিদ্ধ চাল (ননবাসমতি) ও ৩ হাজার মেট্রিক টন আতপ চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

সুত্রঃ বার্তা২৪.কম

নিউজ টি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন...

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2020 krishinews24bd

Site Customized By NewsTech.Com