খানসামা (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের খানসামায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন বিপিএম পিপিএম বারের নির্দেশনায় থানা চত্বরে অফিসার ইনচার্জ (ওসি) শেখ কামাল হোসেনের উদ্যোগে দেশি ও বিদেশী প্রজাতির দুই হাজার গাছের চারা রোপণ করা হয়েছে।
২৪ জুলাই শুক্রবার সকালে থানার পতিত জমিতে জাবটিকাবা ফ্রুটস, রাম্বুটিকা, মাল বেরি, ব্লাক বেরি, থাই সেভেন পেয়ারা, সিট লেস লেবু, জাম্বুরা, হরতকী, বেদনা, মাল্টা, আমলকীসহ বিভিন্ন প্রজাতির দুই হাজার চারা রোপণ শুরু করেন প্রকৃতিপ্রেমী ওসি শেখ কামাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বন কর্মকর্তা মন্জুরুল কাদের, ওসি (তদন্ত) মোঃ মমিনুজ্জামানসহ থানায় কর্মরত অফিসারবৃন্দ।