নিউজ ডেস্কঃ
আজ মঙ্গলবার ০৭ জুলাই ২০২০ খ্রিষ্টাব্দ তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা কৃষি অফিসারের কার্যালয় থেকে আয়োজিত এক অনুষ্ঠানে কৃষকদের মাঝে ১০০ এর অধিক বিভিন্ন রকম ফলের চারা বিতরণ করা হয়। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তৌফিক আহমেদ নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব আমিরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার (আঁখি), কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ মনিরুজ্জামান মজুমদার ও কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ নাহিদ হাসান। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপসহকারি কৃষি কর্মকর্তা শাহাদাৎ হাসান মিয়া।