নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর স্টেশন আম বাজারে একটি আড়তে সময়ের আগে অপরিপক্ক আম বাজারজাত করার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে রহনপুর স্টেশন আম বাজার আড়ৎদার সমিতির নেতৃবৃন্দ ওই আড়ৎ থেকে প্রায় ৬০ ক্যারেট আম জব্দ করে। পরে জব্দকৃত আম দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়। জানা যায়, রহনপুর স্টেশন আম বাজারে আম আড়ৎদার আব্দুল হক তার ব্যবসা প্রতিষ্ঠান ইনসাফ আম আড়তে গত বৃহস্পতিবার রাতে গোপনে ঢাকার গাজীপুর বাইপাস এলাকার একটি ফলের আড়তে পিকআপ যোগে প্রায় ৬০ ক্যারেট অপরিপক্ক আম পাঠানোর চেষ্টা করে। খবর পেয়ে আম আড়ৎদার সমিতির নেতৃবৃন্দ আমগুলো জব্দ করে স্থানীয় প্রশাসনের নিকট নিয়ে আসে।
আজ শুক্রবার সকালে ওই আড়ৎদার ও আম ব্যবসায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ওই আম বাজারজাত করবে না মর্মে মুচলেকা দিয়ে রক্ষা পায়। পরে জব্দকৃত আম গুলো দুঃস্থদের মাঝে বিতরণ করা হয় বলে রহনপুর আম আড়ৎদার সমবায় সমিতির সাধারণ সম্পাদক মতিউর রহমান খান মতি জানান। এ প্রসঙ্গে আমবাজার মনিটরিং কমিটির সদস্য সচিব ও উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন জানান, সংশ্লিষ্টরা মুচলেকা দেয়ায় ও আম আড়ৎদার সমিতির নেতৃবৃন্দের অনুরোধে জড়িত আম আড়ৎদার ও ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি। ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করলে রক্ষা পাবে না। উল্লেখ্য এ আম আগামী ২ জুন থেকে বাজারজাত করার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *