নিউজ ডেস্কঃ
বৃহস্পতিবার দুপুরে হাইমচর উপজেলার চরভৈরবী লঞ্চঘাট এলাকার পাড়া বগুলা গ্রামের সিরাজুল ইসলাম সনির বাড়ি থেকে এ জাল জব্দ করা হয় বলে হাইমচর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান জানান।
এ সময় জালের মালিক সিরাজকে না পাওয়ায় তার স্ত্রী খাদিজা বেগমকে আটক করা হয়।
মিজানুর রহমান জানান, গোপন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়।
“জব্দকৃত দুই লাখ মিটার কারেন্টজাল উপজেলা পরিষদ এলাকায় এনে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে।”
এছাড়া আটক খাদিজা বেগমকে ভ্রাম্যমাণ আদালতে পাঁচ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রিগ্যান চাকমা।
ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরী, কোস্টগার্ডের পেটি অফিসার আব্দুল মতিন।
চাঁদপুরের হাইমচর উপজেলা প্রশাসন, কোস্টগার্ড এবং মৎস্য বিভাগ যৌথভাবে এ অভিযানে অংশ নেয়।
সুত্রঃ বিডিনিউজ