1. mahbub@krishinews24bd.com : krishinews :

চিড়িয়াখানায় ১০ মাসে ৮৩ লাখ টাকার প্রাণী বিক্রি

  • আপডেট টাইম : Thursday, November 4, 2021
  • 234 Views
চিড়িয়াখানায় ১০ মাসে ৮৩ লাখ টাকার প্রাণী বিক্রি
চিড়িয়াখানায় ১০ মাসে ৮৩ লাখ টাকার প্রাণী বিক্রি

 

মিরপুর জাতীয় চিড়িয়াখানা থেকে অতিরিক্ত প্রাণী বিক্রির কার্যক্রম চলছে। এরই ধারাবাহিকতায় গত ১০ মাসে ৮৩ লাখ টকার পশু পাখি বিক্রি করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

মিরপুর জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডা. আব্দুল লতীফ

জানান, করোনায় অনেক প্রাণী জন্ম নিয়েছে চিড়িয়াখানায়। এসব প্রাণীর মধ্যে আমরা হরিণ এবং ময়ুর বিক্রি করেছি।

গত ১০ মাসে প্রতি জোড়া ১ লাখ টাকা হিসেবে ৬৬ লাখ টাকার (৬৬ জোড়া) হরিণ বিক্রি হয়েছে। অপরদিকে প্রতি জোড়া ৫০ হাজার টাকা হিসেবে ১৭ লাখ টাকার (৩৪ জোড়া) ময়ুর বিক্রি করা হয়েছে।

তিনি আরো বলেন, আগে হরিনের দাম ছিল ১ লাখ ৪০ হাজার টাকা। তখন খুব একটা হরিণ বিক্রি হতো না। একারণে বছরের শুরুতে দাম কমিয়ে ১ লাখ টাকা করা হয়েছে। ফলে প্রতিদিনই হরিণ বিক্রি বাড়ছে। এখনো আমাদের বিক্রি যোগ্য ১৪০ টি হরিণ রয়েছে।

সুত্রঃবার্তা২৪.কম

নিউজ টি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন...

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2020 krishinews24bd

Site Customized By NewsTech.Com