সেলিম মাহবুব, ছাতক(সুনামগঞ্জ)
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, ছাতক’র উদ্যোগে অ-প্রধান শস্য উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। বুধবার উপজেলা অডিটোরিয়ামে বিভিন্ন সমবায় সমিতির উপকারভোগী সদস্যদের নিয়ে এ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালার প্রধান প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন বিআরডিবি সুনামগঞ্জ’র উপ-পরিচালক মোঃ রাশিদুল মামুন চৌধুরী। আরো প্রশিক্ষণ প্রদান করেন ছাতক উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কেএম গোলাম মোস্তফা ও সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রনব লাল দাস। ৪ দিনব্যাপী অ-প্রধান শস্য উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন সমবায় সমিতির ৪০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেছেন। প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান ১৫ই আগষ্ট অনুষ্ঠিত হবে।