সেলিম মাহবুব,ছাতক(সুনামগঞ্জ) 
ছাতকে  প্রান্তিক কৃষকদের মধ্যে ১৭ কোয়ালিটির বীজ বিতরন করা হয়েছে।  বৃহম্পতিবার  দুপুরে উপজেলার দক্ষিন খুরমা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান আবদুল মছব্বিরের সভাপতিত্বে এ বীজ বিতরনী অনুষ্ঠান অনুস্টিত হয়েছে।  এতে  বক্তব্য রাখেন, উপ সহকারী কৃষি কর্মকর্তা আরিফ চৌধুরী, নাসির উদ্দিন,  ইউনুস আলী, রনজিৎ চন্দ্র রায়, ফারুক আহমদ মানিক,দক্ষিন খুরমা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সোহেল আহমদ প্রমুখ। অনুষ্ঠানে কৃষি বিভাগের পক্ষ থেকে জাউয়াবাজার , ভাতগাঁও, দোলারবাজার,চরমহল্লা ও দক্ষিন খুরমা ইউনিয়নের   ১০২ জন কৃষকের মধ্যে  ১৭ কোয়ালিটির ১২ মাসী  (সবজি) বীজ  বিতরন করা হয়। ।সভায়  বীজ রোপনের পর  প্রতি কৃষক কে  ১৯৩৫ টাকা  কৃষি প্রনোদনা প্রদান করা হবে বলে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *