নিউজ ডেস্কঃ
টানা ছয় মাস বন্ধ থাকার পর দেশের সবচেয়ে উচ্চতার অবকাশকেন্দ্র বান্দরবানের নীলগিরি কাল মঙ্গলবার পুরোপুরি খুলে দেওয়া হচ্ছে।
সেনাবাহিনী পরিচালিত এই অবকাশকেন্দ্রের পরিচালনা কর্তৃপক্ষ গতকাল এ তথ্য নিশ্চিত করেছে।
করোনা সংক্রমণ এড়াতে গত ১৯ মার্চ থেকে নীলগিরির সব বুকিং এবং পর্যটকদের পরিদর্শন বন্ধ করে দেওয়া হয়।
জেলা প্রশাসন গত ২১ আগস্ট নীলগিরি ছাড়া বান্দরবানের সব পর্যটন স্পট এবং হোটেল-মোটেল-রিসোর্ট বন্ধ রাখার নিষেধাজ্ঞা তুলে নেয়। তবে নীলগিরি বন্ধ থাকায় বান্দরবানের পর্যটনকেন্দ্র এবং আবাসিক হোটেল-মোটেল-রিসোর্ট তেমন জমে উঠছিল না। অবশেষে পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছে নীলগিরি।
সুত্রঃ কালের কণ্ঠ