ডেস্ক রিপোর্ট:জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের পছন্দের ধান ‘লক্ষীদিঘা’। ধানটি স্বাভাবিক ধানের চেয়ে একটু বেশি লম্বা হওয়ায় একসময় গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় যে সব জায়গায় মাঠে বেশিরভাগ সময় অতিরিক্ত পানি থাকত অর্থাৎ অনেক নিচু জমি, ডোবা-নালা বা বিলে ‘লক্ষীদিঘা’ ধানের চাষ হত। তখন একরে এ ধানের ফলন ছিল মাত্র ১৫ থেকে ২০ মন। ফলন কম হওয়া ও নিচু জমি হ্রাস পাওয়ার কারণে ধীরে ধীরে এ ধানের চাষ কমে যায় এ অঞ্চলে।
২০১৪ সালের ২০ জুলাই কৃষিবিদদের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, বঙ্গবন্ধু ‘লক্ষীদিঘা’ ধান পছন্দ করতেন। সেই কথার প্রেক্ষিতে ব্রি এই ধানের উপর গবেষণা কর্মসূচি গ্রহণ করে। বেসরকারি পর্যায়ে বাগেরহাটের কৃষক মুক্তিযোদ্ধা হাশেম জামান ‘লক্ষীদিঘা’ ধান চাষে এগিয়ে আসেন। এ ধানের চালের ভাত খুবই সুস্বাদু। ফলন কম হওয়ায় বিল অঞ্চলে সামান্য পরিমাণে কিছু কৃষক এ ধান চাষ করেন। ধানটির জীবনকাল ১৩৫ দিন। সাধারণত ফ্লোটেড (বিল) জমিতে ধানটি চাষ করা হত। কিন্তু এখানে উঁচু জমিতে চাষ করে হেক্টর প্রতি ৪ টন ফলন হয়েছে। যা ফলন হয়েছে তাতে ব্রি গবেষকরা আশাবাদী।- ছবি:সময় টিভির সৌজন্যে