নিউজ ডেস্ক
জামালপুরে তৃতীয় দফা বন্যার ধকল কাটিয়ে উঠতে না উঠতেই ফের বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। শুক্রবার (২ অক্টোবর) পাহাড়ি ঢলে বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনার পানি ১৪ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। শুক্রবার রাত ১০টার দিকে জামালপুর পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক (গেজ রিডার) আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে যমুনার পানি বৃদ্ধির ফলে ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া, চিনাডুলী, কুলকান্দি, বেলগাছা, সাপধরী, পলবান্ধা ও দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ী, চিকাজানী ও বাহদুরাবাদ ইউনিয়নের নদী তীরবর্তী নিম্নাঞ্চলের ফসলি জমি এবং দুর্গম চরাঞ্চল প্লাবিত হয়েছে। এসব অঞ্চলের মানুষের মধ্যে ফের পানিবন্দি হয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে।
জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক কৃষিবিদ মো. আমিনুল ইসলাম বলেন, ‘এই পানি দুই-একদিন থাকবে। দুই একদিন ফসল পানিতে তলিয়ে গেলেও কোনও ক্ষতি হবে না।’
জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু সাঈদ বলেন, ‘পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের ফলে পানি বৃদ্ধি পাচ্ছে। এই পানি আজকের রাত অর্থাৎ শুক্রবার রাত পর্যন্তই অব্যাহত খাকবে। যমুনার পানি বৃদ্ধির হার তুলনামূলক কম। শনিবার থেকে এই পানি কমতে শুরু করবে।’
সুত্রঃ বাংলা ট্রিবিউন