জিংক ধান উৎপাদনে ঠাকুরগাঁওয়ে সম্মিলিত সভা অনুষ্ঠিতজিংক ধান উৎপাদনে ঠাকুরগাঁওয়ে সম্মিলিত সভা অনুষ্ঠিত

গৌতম চন্দ্র বর্মন,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে জিংক জাতের ধান উৎপাদনে সম্মিলিত সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ জুলাই সোমবার কৃষক, ব্যবসায়ী ও মিলারদের নিয়ে আরডিআরএস বাংলাদেশ ঠাকুরগাঁও প্রশিক্ষন কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় বক্তারা বলেন, মানবদেহে জিংকের প্রয়োজনীয়তা অপরিসিম। বাংলাদেশে গত ৫ বছরে কম বয়সের শতকরা ৪৪ ভাগ শিশু এবং ৫৭ ভাগ নারী জিংকের অভাবে ভুগছে। ১৫-১৯ বছরের শতকরা ৪৪ ভাগ মেয়েরা এর অভাবে খাটো হচ্ছে। তাই অধিক পরিমানে ব্রি-ধান ৭৪ ও ব্রি-ধান ৮৪ জিংক ধানের উৎপাদনের মাধ্যমে ব্যবসার প্রসার ঘটানোর আহবান রাখেন।এসময় আরডিআরএস বাংলাদেশ ঠাকুরগাঁওয়ের কৃষি কর্মকর্তা মোঃ রবিউল আলম, হারভেষ্ট প্লাস এর প্রতিনিধি মোঃ মামুনসহ অনেকে উপস্থিত ছিলেন। পরে হারভেস্ট প্লাসের কান্টি ম্যানেজার ডাঃ মোঃ খায়রুল বাশারের সাথে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেশকিছু দিক নির্দেশনা সমন্বয় করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *