জুম ফসলে ছেয়ে গেছে রাঙ্গামাটির পাহাড়জুম ফসলে ছেয়ে গেছে রাঙ্গামাটির পাহাড়

নিউজ ডেস্কঃ
রাঙ্গামাটিতে জুমের সোনালী ধানে ছেয়ে গেছে পাহাড়। কৃষক সনাতন পদ্ধতিতে পাহাড়ের ঢালে জুম চাষ করে থাকেন। এখন শেষ হয়েছে আউশ ধান কাটা। ফসল ভালো হওয়ায় চাষিদের চোখে মুখে এখন হাসি আর আনন্দ।

জুমের ফসল যুগ যুগ ধরে পাহাড়ীদের জীবন ধারণের একমাত্র অবলম্বন। এখনও জুম ফসল হিসেবে ফলছে ধান, মারফা, মিষ্টিকুমড়া, তুলা, তিল, ভুট্টাসহ বিভিন্ন সবজি, মশলা ও ফলবীজ। অন্যান্য বছরের চেয়ে এবার পাহাড়ে জুমের ধান ভালো হয়েছে বলে জানান জুম চাষিরা।

রাঙ্গামাটির উপ-সহকারি কৃষি কর্মকর্তা শান্তিময় চাকমা বলেন, জুমিয়ারা স্থানীয় ধানের পাশাপাশি উচ্চ ফলনশীল ধান ও সবজির আবাদ শুরু করেছেন।

রাঙ্গামাটির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক কৃষ্ণ প্রসাদ মল্লিক বলেন, এ বছর পাঁচ হাজার ৯০ হেক্টর পাহাড়ি জমিতে জুম চাষ হয়েছে।

পাকা ধান আর জুমের ফসল ঘরে তোলার পর পাহাড়িদের ঘরে ঘরে এখন চলছে নবান্ন উৎসব।

সুত্রঃ চ্যানেল আই অনলাইন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *