নিউজ ডেস্কঃ
দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করণে কৃষি সেবার মহান ব্রত নিয়ে সামনে থেকে ফ্রন্ট লাইন যোদ্ধা হিসেবে জৈন্তাপুর উপজেলার কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করে যাচ্ছিলেন কৃষি সৈনিক উপজেলা কৃষি অফিসার মোঃ ফারুক হোসেন। বিসিএস কৃষি ক্যাডারের ২৮ ব্যাচের এই চৌকস অফিসারের করোনা পরীক্ষার রেজাল্ট গত ২২ মে পজিটিভ আসে। এরপর থেকে তিনি হোম কোয়ারান্টাইনে থেকে স্বাস্থ্য বিধি মেনে প্রয়োজনীয় চিকিৎসা নিতে থাকেন। পরবর্তী টেস্ট রিপোর্ট নেগেটিভ আসায় এবং উপসর্গ না থাকায় তিনি আজ অফিসের নিয়মিত কাজে আবার যোগদান করেছেন। সুস্থ হয়ে ফিরে আসায় প্রথমেই তিনি সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করেন এবং তার সকল শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়েছেন।