নিউজ ডেস্কঃ
কৃষকের উৎপাদিত পণ্য ভোক্তাদের কাছে সরাসরি পৌঁছে দিতে ঝিনাইদহে উদ্বোধন করা হয়েছে কৃষক বাজার। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে শহরের নতুন হাটখোলায় ফিতা কেটে এ বাজারের উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।
জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের সহযোগিতায় কৃষি বিপণন অধিদফতরের বাস্তবায়নে প্রতি সোম ও মঙ্গলবার সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত এ
বাজার চলবে। কৃষকের উৎপাদিত বিষমুক্ত সবজি এ বাজারে সরাসরি ক্রেতাদের কাছে বিক্রি করা হবে বলে জানান আয়োজকরা।
এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ কৃপাংশু শেখর বিশ্বাস, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোফাকখারুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রোকনুজ্জামান, জেলা মার্কেটিং অফিসার গোলাম মারুফ খান, ফিল্ড অফিসার মনোরঞ্জন চন্দ রায়, স্থানীয় ব্যবসায়ী মোকাদ্দেস হোসেন, শাহাদত হোসেন, আব্দুল গফুরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সুত্রঃ বাংলা ট্রিবিউন