ঠাকুরগাঁওয়ের শ্রেষ্ঠ কৃষক পয়গাম আলীঠাকুরগাঁওয়ের শ্রেষ্ঠ কৃষক পয়গাম আলী

গৌতম চন্দ্র বর্মন,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ডাল ও তেল জাতীয় বীজ উৎপাদন ও সংরক্ষণ ড্রাগন ফল ও সূযমুখি চাষাবাদ করে। জেলার যৌথ শ্রেষ্ঠ কৃষক(এসএমই) হিসাবে নির্বাচিত হয়ে পুরস্কৃত হয়েছেন । ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার কৃষক পয়গাম আলী। জেলার পাঁচটি উপজেলার কৃষকদের চাষাবাদের ধরন উৎপাদন ও সংরক্ষন বিষয়াদি পর্যবেক্ষণ করে ৬ জন কৃষককে পুরস্কৃত করার জন্য নির্বাচিত করা হয়। তাদের মধ্যে পীরগঞ্জ উপজেলার এক কৃষক ও রাণীশংকৈল উপজেলার কৃষক পয়গাম আলী যৌথভাবে শ্রেষ্ঠ কৃষক হিসাবে পুরস্কৃত হয়েছেন। সম্প্রতি ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ উপ-পরিচালকের কার্যালয়ে কৃষকদের এ পুরস্কৃত করা হয়। এ সময় জেলা কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক আফতাব হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে কৃষক পয়গাম আলীকে রাণীশংকৈল উপজেলার শ্রেষ্ঠ ও জেলার যৌথ শ্রেষ্ঠ কৃষক হিসাবে পুরস্কৃত করার অংশ হিসাবে সনদ ও অর্থ তুলে দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার সিরাজুল ইসলাম অতিরিক্ত উপ-পরিচালক মুনজুর আলম সরকার।উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সুত্রে জানা যায, কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল তেল মসলা বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ(তয়-পর্যায়) প্রকল্পের আওতায় জেলার বীজ উৎপাদন ও বিপননে শ্রেষ্ঠ কৃষক হিসাবে নির্বাচিত হয়েছেন। উপজেলার নন্দুয়ার ইউপির বনগাঁও বøকের কৃষক ও বনগাঁও গ্রামের তৈয়ব উদ্দীনের ছেলে শিক্ষক পয়গাম আলী।পয়গাম আলী জানান, গত ২০১৯-২০ অর্থবছরে সরিষার বীজ ৭০হাজার মুগের বীজ ২০হাজার মাসকালাই বীজ ১৬হাজার এবং সূর্যমুখির বীজ ৫০হাজার টাকার বিক্রয় করেছেন। তিনি আরো জানান এ অর্থ আয়ের পিছনে উপজেলা কৃষি অফিসের চরম সহযোগিতা রয়েছে। তাদের আন্তরিক সহযোগিতায় আমি এ আবাদগুলো করতে সক্ষম হয়েছি। তাই আমি তাদের প্রতি কৃতজ্ঞ।
বনগাঁও বøকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম জানান, তিনি একজন অগ্রগামী কৃষক তিনি বীজ উৎপাদন ও বিপনন সফলভাবে সম্পন্ন করেছেন।উপজেলা কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ বলেন, কৃষক পয়গাম আলী এই উপজেলার সর্বপ্রথম সূর্যমুখির বীজ উৎপাদন ও বিপননে সফল হয়েছেন। এছাড়াও তিনি কৃষির আধুনিক প্রযুক্তি গ্রহণ ও সব সময় কৃষি অফিসের সার্বিক সহযোগিতা ও পরার্মশ নিয়ে চলায় তিনি আজ উপজেলার শ্রেষ্ট এবং জেলার যৌথ শ্রেষ্ঠ কৃষক হিসাবে নির্বাচিত হয়ে পুরস্কৃত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *