গৌতম চন্দ্র বর্মন,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে গ্রামীণ নারীদের মাঝে বিনামুল্যে সবজি বীজ বিতরণ করা হয়েছে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগাঁও এপির আয়োজনে সোমবার সদর উপজেলার নারগুন ইউনিয়ন পরিষদ চত্বরে এ বীজ বিতরণ অনুষ্ঠিত হয়।
বিতরণ অনুষ্ঠানে সংস্থার এপি ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, নারগুন ইউপি চেয়ারম্যান পয়গাম আলী, সদর উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা সাইফুজ্জামান শাহ, স্থানীয় ইউপি সদস্য মজিবর রহমান, ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এপির প্রোগ্রাম অফিসার সুসময় মানকিন প্রমুখ।