ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে হতদরিদ্র পরিবারের স্বাবল্বীতা আনয়নে ওয়াল্ড ভিশনের উদ্যেগে বিনামূল্যে গরু বিতরণ করা হয়েছে।
৭ মার্চ রবিবার গোবিন্দনগরস্থ সংস্থার কার্যালয়ের সামনে ঠাকুরগাঁও এপির আয়োজনে এসব গরু বিতরণ করা হয়।অনুষ্ঠানে সংস্থার এপি ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপতিত্বে।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল-মামুন
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃমামুন অর রশিদ
ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী।সংস্থার প্রোগ্রাম অফিসার পারুল বেগম,সুসময় মারকিন প্রমূখ।
অনুষ্ঠানে অতিথিদের আলোচনা শেষে হতদরিদ্র ৪৫ জন পরিবারের মাঝে ১ টি করে বকনা গরু প্রদান করেন। উল্লেখ এ পর্যন্ত জেলায় ১৫৫ জন হতদরিদ্রের মাঝে বকনা গরু প্রদান করা হয়েছে।