1. mahbub@krishinews24bd.com : krishinews :

ঠাকুরগাঁওয়ে নিউ হল্যান্ড ট্রাকটর এর প্রিতি ফুটবল ম্যাচ ও রোড শো অনুষ্ঠিত

  • আপডেট টাইম : Sunday, September 19, 2021
  • 202 Views
ঠাকুরগাঁওয়ে নিউ হল্যান্ড ট্রাকটর এর প্রিতি ফুটবল ম্যাচ ও রোড শো অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ে নিউ হল্যান্ড ট্রাকটর এর প্রিতি ফুটবল ম্যাচ ও রোড শো অনুষ্ঠিত

 

গৌতম চন্দ্র বর্মন,ঠাকুরগাঁওঃ

ঠাকুরগাঁওয়ে গ্রীনল্যান্ড টেকনোলোজিস লিমিটেড (নিউ হল্যান্ড ট্রাকটর)  প্রিতি ফুটবল ম্যাচ ও রোড শো অনুষ্ঠিত হয়েছে।

দু’দিন ব্যাপি অনুষ্ঠানে রবিবার দিন ব্যাপি ট্রাকটর গুলি ঠাকুরগাঁও জেলা থেকে পঞ্চগড় জেলা হয়ে নিলফামারী জেলা প্রদক্ষিন করে ঠাকুরগাঁও ফিরে আসে।গত
শনিবার ১৮ সেপ্টেম্বর সদর উপজেলার নারগুন ঢোলার ডাংগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  প্রিতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলায় গ্রীনল্যান্ট টেকনোলোজিস লিমিটেড এর সিনিয়র টেরিটরি ম্যানাজার মিন্টু চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উদ্বোধন করেন।নারগুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পয়গাম আলী।

এ প্রিতি ফুটবল ম্যাচ খেলায় ট্রাকটর মালিকপক্ষ ও ট্রাকটর ড্রাইভার দল খেলায় অংশগ্রহণ করে।খেলায় ট্রাইবেকারে ট্রাকটর মালিকপক্ষ বিজয় লাভ করে।এ সময় আরো উপস্থিত ছিলেন নিউ হল্যান্ড ট্রাকটরের সিনিয়র এক্সিকিউটিভ বিসনেস অপারেশনের সাদি আল মেহেদী,সার্ভিস ইন্জিনিয়ার এছাহাকুর রহমান ও গ্রীনল্যান্ড টেকনোলোজিস লিমিটেডের কর্মকর্তা কর্মচারীগন।

 

নিউজ টি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন...

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2020 krishinews24bd

Site Customized By NewsTech.Com