1. mahbub@krishinews24bd.com : krishinews :

ডিএই বগুড়া উপপরিচালকের অকাল প্রয়াণে ৩৫ তম বিসিএস কৃষি ক্যাডার এসোসিয়েশনের শোক প্রকাশ

  • আপডেট টাইম : Sunday, July 5, 2020
  • 739 Views
তাঁর এই অকাল প্রয়াণে ৩৫ তম বিসিএস (কৃষি) ক্যাডার অ্যাসোসিয়েশন এর সদস্যবৃন্দ গভীরভাবে শোকাহত।
তাঁর এই অকাল প্রয়াণে ৩৫ তম বিসিএস (কৃষি) ক্যাডার অ্যাসোসিয়েশন এর সদস্যবৃন্দ গভীরভাবে শোকাহত।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বগুড়া জেলার উপপরিচালক ও বাংলাদেশ সিভিল সার্ভিস কৃষি ক্যাডারের ৮ম ব্যাচের কর্মকর্তা কৃষিবিদ আবুল কাশেম আজাদ স্যার (পরিচিতি নংঃ ১৫২৪) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আজ ৫ জুলাই, ২০২০ খ্রিষ্টাব্দ তারিখে সকাল ১১:১৫ মিনিটে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর এই অকাল প্রয়াণে ৩৫ তম বিসিএস (কৃষি) ক্যাডার অ্যাসোসিয়েশন এর সদস্যবৃন্দ গভীরভাবে শোকাহত। ৩৫ তম বিসিএস (কৃষি) ক্যাডার অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে আমরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানাচ্ছি। উনি করোনা পরবর্তী সময়ে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করণে দেশের ক্রান্তিলগ্নে জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে কৃষিসেবা দিয়ে গেছেন। দেশ ও জাতি তাঁর এই ত্যাগ মনে রাখবে। তাঁর এই আত্মত্যাগ সমগ্র বাংলাদেশের সকল পেশাজীবীদের দেশসেবার অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে আমরা বিশ্বাস করি।
সুত্রঃ ৩৫ তম বিসিএস কৃষি ক্যাডার এসোসিয়েশনের দপ্তর ও আইন সম্পাদক কামরুল ইসলাম মারফত এই শোকবার্তা কৃষিনিউজ২৪ এর কাছে প্রাপ্ত।

নিউজ টি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন...

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2020 krishinews24bd

Site Customized By NewsTech.Com