নিউজ ডেস্কঃ
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী অঞ্চলের সম্মানিত অতিরিক্ত পরিচালক জনাব সুধেন্দ্র নাথ রায় পুঠিয়া উপজেলার বিভিন্ন কৃষি কার্যক্রম পরিদর্শন করেন। আউশ ও রোপা আমনের অগ্রগতি, বসতবাড়িতে সবজি প্রণোদনা কার্যক্রমের অগ্রগতিসহ বিভিন্ন কৃষি কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। করোনাকালীন সময়ে খাদ্য উৎপাদন অব্যাহত রাখতে কৃষকদের সাথে কথা বলে তাদেরকে উৎসাহিত করেন,সেই সাথে স্বাস্থ্যবিধি মেনে কৃষি কাজ করার পরামর্শ দেন তিনি। এসময় উপজেলা কৃষি অফিসার জনাব শামসুন নাহার ভুঁইয়া উপজেলার সার্বিক কৃষি কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন। এসময় আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার জনাব কামরুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মোক্তাদেরুল হক