ডিসেম্বর পর্যন্ত কৃষিঋণ পুনঃতফসিলের সুযোগডিসেম্বর পর্যন্ত কৃষিঋণ পুনঃতফসিলের সুযোগ

 

ক্ষেত্রবিশেষে এককালীন পরিশোধ ছাড়াও চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত কৃষিঋণ পুনঃতফসিল করা যাবে। উৎপাদন কার্যক্রম গতিশীল ও পণ্যের মূল্যবৃদ্ধি রোধে তিন বছরের জন্য এ ঋণ পুনর্গঠনের বিশেষ ছাড় দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আর ঋণ পুনঃতফসিলিকরণ ও পুনর্গঠন সংক্রান্ত সর্বশেষ মাস্টার সার্কুলারের শর্ত এক্ষেত্রে প্রযোজ্য হবে না।

এ নির্দেশনা দিয়ে বুধবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করেছে। নির্দেশনাটি দেশের সব ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর পাঠানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনায় বলা হয়েছে, ঋণ পুনঃতফসিলিকরণ ও পুনর্গঠন সংক্রান্ত মাস্টার সার্কুলার জারি করার পরও স্বল্পমেয়াদি কৃষিঋণ যথারীতি পুনঃতফসিল করা যাবে।

একই সঙ্গে ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এ নির্দেশনা বলবৎ থাকবে। ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে এককালীন পরিশোধ করে ছয় মাস গ্রেস পিরিয়ডসহ সর্বোচ্চ তিন বছর মেয়াদে পুনঃতফসিল করা যাবে। ক্ষেত্রবিশেষে একালীন পরিশোধ ছাড়াও ঋণ পুনঃতফসিল করা যাবে।

সুত্রঃ জাগো নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *