1. mahbub@krishinews24bd.com : krishinews :

ডিসেম্বর পর্যন্ত কৃষিঋণ পুনঃতফসিলের সুযোগ

  • আপডেট টাইম : Saturday, September 24, 2022
  • 191 Views
ডিসেম্বর পর্যন্ত কৃষিঋণ পুনঃতফসিলের সুযোগ
ডিসেম্বর পর্যন্ত কৃষিঋণ পুনঃতফসিলের সুযোগ

 

ক্ষেত্রবিশেষে এককালীন পরিশোধ ছাড়াও চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত কৃষিঋণ পুনঃতফসিল করা যাবে। উৎপাদন কার্যক্রম গতিশীল ও পণ্যের মূল্যবৃদ্ধি রোধে তিন বছরের জন্য এ ঋণ পুনর্গঠনের বিশেষ ছাড় দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আর ঋণ পুনঃতফসিলিকরণ ও পুনর্গঠন সংক্রান্ত সর্বশেষ মাস্টার সার্কুলারের শর্ত এক্ষেত্রে প্রযোজ্য হবে না।

এ নির্দেশনা দিয়ে বুধবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করেছে। নির্দেশনাটি দেশের সব ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর পাঠানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনায় বলা হয়েছে, ঋণ পুনঃতফসিলিকরণ ও পুনর্গঠন সংক্রান্ত মাস্টার সার্কুলার জারি করার পরও স্বল্পমেয়াদি কৃষিঋণ যথারীতি পুনঃতফসিল করা যাবে।

একই সঙ্গে ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এ নির্দেশনা বলবৎ থাকবে। ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে এককালীন পরিশোধ করে ছয় মাস গ্রেস পিরিয়ডসহ সর্বোচ্চ তিন বছর মেয়াদে পুনঃতফসিল করা যাবে। ক্ষেত্রবিশেষে একালীন পরিশোধ ছাড়াও ঋণ পুনঃতফসিল করা যাবে।

সুত্রঃ জাগো নিউজ

নিউজ টি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন...

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2020 krishinews24bd

Site Customized By NewsTech.Com