1. mahbub@krishinews24bd.com : krishinews :

তানোরে যুবলীগের বৃক্ষরোপন

  • আপডেট টাইম : Wednesday, June 24, 2020
  • 741 Views

আলিফ হোসেন

কেন্দ্রীয় যুবলীগের বৃক্ষরোপণ কর্মসুচির অংশ হিসেবে গাছ লাগান পরিবেশ বাঁচান স্লোগান সামনে রেখে রাজশাহীর তানোরে উপজেলা যুবলীগের বৃক্ষরোপণ কর্মসুচি উদ্বোধন ও বিভিন্ন এলাকায় বৃক্ষ রোপণ করা হয়েছে। জানা গেছে, চলতি বছরের ২৪ জুন বুধবার উপজেলা চেয়ারম্যানের সরকারী বাসভবন চত্ত্বরে স্বাস্থ্য সুরক্ষা, ও সামাজিক দুরুত্ব বজায় রেখে ফলজ,বনজ ঔষুধি গাছের চারা রোপণ করে কর্মসুচির উদ্বোধন করেন স্থানীয় সাংসদ প্রতিনিধি, উপজেলা যুবলীগের সভাপতি ও চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।এ সময উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, তানোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রবিউল ইসলাম, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান,পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন,তালন্দ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, গোদাগাড়ী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শফিকুল সরকার,কলমা ইউপি ছাত্রলীগের সভাপতি মোর্শেদুল মোমেনিন রিয়াদ ও জাহাঙ্গীর আলম প্রমুখ। এ সময় উপস্থিতদের উদ্দেশ্যে উপজেলা চেয়ারম্যান ময়না বলেন, পরিবেশ বাঁচাতে হলে বেশি বেশি করে গাছ লাগাতে হবে, একটি ছোট্ট গাছ একদিন হয়ে উঠবে আপনার বিশাল সম্পদ। তাই আপনার বাড়ির আশপাশে পড়ে থাকা ফাঁকা জায়গা জমির চারপাশে বিভিন্ন প্রকারের গাছের চারা রোপণ করার পাশাপাশি অন্যদের উৎসাহিত করুন। অন্যদিকে একই দিন উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর পক্ষে উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না মেধাবী শিক্ষার্থীদের ঐচ্ছিক তহবিল থেকে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, তানোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার ও গোদাগাড়ী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শফিকুল সরকার প্রমুখ।

নিউজ টি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন...

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2020 krishinews24bd

Site Customized By NewsTech.Com