নিউজ ডেস্কঃ
রাজধানীর বাজারগুলোতে সব ধরনের সবজির দাম বেড়েছে। প্রকারভেদে কেজিপ্রতি সবজি ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বাড়তি দামে বিক্রি করতে দেখা গেছে। তবে সবজির দাম বাড়লেও অপরিবর্তিত আছে শাকের বাজার। আগের দামেই বিক্রি হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, চিকন চাল, ডাল ও ভোজ্যতেল ও গরু মাংসের দাম। শুক্রবার রাজধানীর বাজার ঘুরে এসব চিত্র উঠে এসেছে।
এসব বাজারে কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়ে বর্তমানে পটল ৪০ থেকে ৫০ টাকা, ঝিঙা-চিচিঙা-ধুন্দল ৪০ থেকে ৫০ টাকা, কাকরোল (ছোট) ৫০ থেকে ৬০ টাকা, কাকরোল (বড়) ৭০ থেকে ৮০ টাকা, করলা ও উস্তা ৫০ থেকে ৬০ টাকা, কচুর ছড়া ৫০ থেকে ৬০ টাকা, পেঁপে ৫০ থেকে ৬০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, কচুর লতি (ছোট) ৪০ থেকে ৫০ টাকা, লতি (বড়) ৬০ থেকে ৭০ টাকা, বেগুন ৪০ থেকে ৮০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে।
সংবাদ