1. mahbub@krishinews24bd.com : krishinews :

দিনাজপুরে লিচুর ফলন ‘৩০ শতাংশ কম’

  • আপডেট টাইম : Thursday, May 27, 2021
  • 256 Views
দিনাজপুরে লিচুর ফলন ‘৩০ শতাংশ কম’
দিনাজপুরে লিচুর ফলন ‘৩০ শতাংশ কম’

নিউজ ডেস্কঃ
বিরূপ আবহাওয়ার কারণে দিনাজপুরে এবার লিচুর উৎপাদন প্রায় ৩০ শতাংশ কম হয়েছে বলে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক প্রদীপ গুহ জানিয়েছেন।

এদিকে প্রথম পর্যায়ে বেশি দামের আশায় চাষিরা অপক্ব লিচু বিক্রি করে দিচ্ছেন।

কৃষি কর্মকর্তা প্রদীপ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলায় এবার পাঁচ হাজার হেক্টরের চেয়ে বেশি জমিতে লিচুর আবাদ হয়েছে। সেখানে প্রায় সাত লাখ লিচুগাছ রয়েছে। মাদ্রাজি, বেদানা ও চায়না-থ্রি জাতের লিচুর ফলন কিছুটা ভাল হলেও এবার বোম্বাই জাতের লিচুর ফলন খুবই কম হয়েছে।

“বিরূপ আবহাওয়ার কারণে এবার লিচুর উৎপাদন প্রায় ৩০ শতাংশ কম হয়েছে। একই কারণে এবার লিচুর ভাল দানা হয়নি।”
করোনাভাইরাসের কারণে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় শহরের বড় মাঠে গড়ে তোলা হয়েছে এবারের ফল বাজার।

জেলা ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রাজিউর রহমান বিপ্লব বলেন, বাজারে এখন বেদানা ও মাদ্রাজি জাতের লিচু আসছে। ভাল মানের পরিপক্ব লিচু আসতে আরও কয়েক দিন সময় লাগবে। তবে বিরূপ আবহওয়ার কারণে অনেকে অপরিপক্ব লিচু বিক্রি করে দিচ্ছেন।

সুত্রঃ বিডিনিউজ

নিউজ টি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন...

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2020 krishinews24bd

Site Customized By NewsTech.Com