নিউজ ডেস্কঃ
দিনাজপুরে হঠাৎ ঝড়-বৃষ্টিতে বিনা-৩৪ জাতের চিকন ধানের গাছ মাটিতে পড়ে গেছে। এতে ক্ষতির আশংকা করছেন কৃষক। শনিবার দিবাগত রাত ৮টার দিকে দিনাজপুরের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হয়। জেলার কাহারোল উপজেলায় ঝড় বৃষ্টিতে কাহারোল উপজেলার বিভিন্ন এলাকায় কৃষকের বিনা ধান-৩৪ (বাদশাভোগ) ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। কাহারোলের বিভিন্ন এলাকায় প্রায় ৬০ একর জমির ধান মাটিতে নুয়ে পড়েছে।
কাহারোল উপজেলার কৃষক শাজাহান জানান, তার ২ একরে বিনা-৩৪ ধান আবাদ করেছেন। শনিবার দিবাগত রাতের হঠাৎ ঝড়-বৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। দেখা গেছে মাঠের পর মাঠ ধান মাটিতে শুয়ে পড়েছে।
এ ব্যাপারে কাহারোল উপজেলা কৃষি কর্মকর্তা আবু জাফর মোঃ সাদেক জানান, শনিবার দিবাগত রাতের অল্প সময়ের ঝড়-বৃষ্টিতে চিকন ধানের গাছগুলো মাটিতে পড়ে গেছে। এই উপজেলায় প্রায় ৬০ একর জমির ধান মাটিতে শুয়ে পড়েছে। তবে আর বৃষ্টিা না হলে তেমন ক্ষতি হবে না বলে জানান।
সুত্রঃবিডি প্রতিদিন