নিউজ ডেস্কঃ
শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে দীর্ঘদিন ধরে ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া-দৌলতদিয়ায় যানবাহনের দীর্ঘ জট অব্যাহত রয়েছে। এতে পারের অপেক্ষায় রয়েছে সহস্রাধিক পণ্যবাহী ট্রাক ও যানবাহন।
ঘাট কর্তৃপক্ষ জানা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় দ্বিগুণ চাপ রয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে। এতে দেখা দিচ্ছে পণ্যবাহী ট্রাকের জট। দিনের পর দিন ঘাট এলাকায় আটকে থেকে পণ্যবাহী ট্রাকের শ্রমিক ও ব্যবসায়ীরা পড়ছেন সীমাহীন দুর্ভোগে।
দিনের পর দিন আটকে থাকায় কাঁচামালবাহী ট্রাকগুলো নিয়ে ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। প্রতিদিনই অ্যাম্বুলেন্স, যাত্রীবাহী পরিবহন ও ছোট যানবাহনকে অগ্রাধিকার দেয়ায় বেশি জমে যাচ্ছে পণ্যবাহী ট্রাক।
যানবাহনের তুলনায় ফেরি ও ঘাট সংকট থাকায় দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি। আর ভোগান্তিতে হাজারো যানবাহনের ব্যবসায়ী ও শ্রমিকরা। দুর্ভোগ নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
সুত্রঃ ডেইলি বাংলাদেশ