করোনাভাইরাসের কারণে প্রায় দুই বছর বন্ধ থাকার পর আবারও বাংলাদেশ থেকে চীনে সামুদ্রিক খাদ্যপণ্য রপ্তানি শুরু হয়েছে। রবিবার ঢাকাস্থ চীনা দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
করোনাভাইরাস শুরুর পর থেকেই চীনা বাজারে সামুদ্রিক খাদ্যপণ্য রপ্তানি বন্ধ হয়ে যায়। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পুনরায় রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে। সে কারণে সামুদ্রিক খাদ্যপণ্য রপ্তানি আবার শুরু হলো।
চীনের বাজারে সামুদ্রিক খাদ্যপণ্য রপ্তানির জন্য বাংলাদেশের ৫টি প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠান চীনের বাজারে কুচিয়া, কাঁকড়া ইত্যাদি রপ্তানি করে থাকে। চীনে এসব পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে।
sutro: বিডি-প্রতিদিন