1. mahbub@krishinews24bd.com : krishinews :

‘দেশি পেঁয়াজের ওপর নির্ভরশীলতা বাড়াতে হবে’

  • আপডেট টাইম : Wednesday, September 23, 2020
  • 510 Views
‘দেশি পেঁয়াজের ওপর নির্ভরশীলতা বাড়াতে হবে’
‘দেশি পেঁয়াজের ওপর নির্ভরশীলতা বাড়াতে হবে’

নিউজ ডেস্কঃ
বাণিজ্য সচিব ড. মোঃ জাফর উদ্দীন বলেছেন, আমদানি করা পেঁয়াজের পাশাপাশি দেশি পেঁয়াজের ওপর নির্ভরশীলতা বাড়াতে হবে।

তিনি বলেন, ‘আমরা কৃষক ও ব্যবসায়ীদের আশ্বস্ত করতে চাই, যেকোনো অবস্থাতেই সরকার তাদের পাশে রয়েছে। পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণ ব্যবস্থার উন্নয়নে সব ধরনের সহযোগিতা করা হবে। আপাতত দেশি পেঁয়াজ দিয়েই যেন একটা মৌসুম পার করা যায়, সে বিষয়ে পদক্ষেপ নিতে হবে। অন্যদিকে আস্তে আস্তে পেঁয়াজ উৎপাদনে কৃষকদের উৎসাহিত করা হবে।’

মঙ্গলবার ফরিদপুরের স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও কৃষকদের সাথে মতবিনিময় সভায় সচিব এসব কথা বলেন।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বর্তমান বাজার মূল্য, মজুদ ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখার বিষয়ে সভায় ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোঃ মাহবুবুর রহমান পাটোয়ারি, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামাল পাশা প্রমুখ।

সুত্রঃ নয়া দিগন্ত

নিউজ টি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন...

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2020 krishinews24bd

Site Customized By NewsTech.Com