1. mahbub@krishinews24bd.com : krishinews :
শিরোনাম

দেশে দুর্ভিক্ষ নেই, বাজার দর কিছুটা বেশি : কৃষিমন্ত্রী

  • আপডেট টাইম : Monday, April 11, 2022
  • 126 Views
দেশে দুর্ভিক্ষ নেই, বাজার দর কিছুটা বেশি : কৃষিমন্ত্রী
দেশে দুর্ভিক্ষ নেই, বাজার দর কিছুটা বেশি : কৃষিমন্ত্রী

 

‘দেশে কোনো দুর্ভিক্ষ নেই; খাদ্য নিয়ে কোনো হাহাকার নেই। খাদ্যশস্য যথেষ্ট মজুদ রয়েছে। বাজারে দর কিছুটা বেশি, এটা স্বীকার করি।’

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক গতকাল রোববার দুপুরে এ কথা বলেছেন।

ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘বিএনপি তাদের ভাঙা রেকর্ডার বাজিয়ে দেশের পরিবেশ ঘোলাটে করতে চায়।’

এর আগে মন্ত্রী সদর উপজেলার চর মনশা গ্রামে পেঁয়াজ চাষি ইয়ানুর রহমান বিপ্লব মোল্লার সবুজ বাংলা কৃষি খামার পরিদর্শন করেন।

বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, ‘সবজির দাম বেশি হলেও দেশে কোনো দুর্ভিক্ষ নেই। কৃষক সব ধরনের ভুর্তকি পাচ্ছে। এ বছর সরকার ২৮ হাজার কোটি টাকা প্রণোদনা দেবে।’

‘বর্তমান সরকার শত প্রতিকূলতার মধ্যেও সারের দাম বাড়ায়নি’ উল্লেখ করে ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘বন্যায় যেসব কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের পাশে সরকার প্রণোদনা দিয়ে পাশে দাঁড়াবে।’

এর আগে মন্ত্রী ভোলায় সমন্বিত ফলবাগান, লবণাক্ত জমিতে তেল জাতীয় ফসল এবং পেঁয়াজের মাঠ পরিদর্শন করেন। পরে মাঠে কৃষকদের সঙ্গে কথা বলেন।

মাঠ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন কৃষি সচিব মোসায়েদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বেনজীর আলম, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক (ব্রি) মো. শাহজাহান কবীর, ভোলা জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী, ভোলা জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা প্রমুখ।

সুত্র:এনটিভি

নিউজ টি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন...

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2020 krishinews24bd

Site Customized By NewsTech.Com