ধান কুড়োনোর আনন্দে মেতেছে শিশুরাধান কুড়োনোর আনন্দে মেতেছে শিশুরা

নিউজ ডেস্কঃ
মাটিতে ঝড়ে পড়েছে কিছু ধানের শিশ। মাটিতে পড়ে থাকা ধানের শিশ দেখেই কঁচি পায়ের দৌঁড়। ধানের শিস কুড়িয়ে নিচ্ছে শিশুদের দল। ধানের শিস কুড়োনোর প্রতিযোগিতাও শুরু হয় তাদের মাঝে।

আগে হাতে নেয়ার প্রতিযোগিতা শুরু হয়। কিছু ধান ইদুর নিয়ে গেছে গর্তে। জমানো খাবার হিসেবে হয়তো রেখেছিলো তারা। কিন্তু দুষ্টু শিশুর দল মাটি খুড়ে বের করছে সেসব ধান। এসব ধান কুড়িয়ে গ্রামীণ শিশুরা জড়ো করছে বাড়িতে। অনেক ধান হলে তারা বিক্রি করবে বাবাদের কাছেই। পিতাই দেবে সে ধানের মূল্য। দুচোখে চক চক করছে স্বপ্ন। বাবার সঙ্গে বাজারে যাবে একদিন। ধান বেঁচবে। তারপর সেই টাকা দিয়ে হবে নতুন জামাকাপড়, ক্রিকেটের ব্যাট, হবে পিকনিক।

গ্রামে গ্রামে এখন বিরাজ করছে এমন দৃশ্য। মায়াময় এসব দৃশ্য দেখে স্মৃতিকাঁতর হয়ে পড়ছেন বড়রা। শিশুদের এই আনন্দে বাধা দিচ্ছেন না বাবা মা। চাষিদের ধান কাটার উৎসবে যোগ দিয়েছে শিশুরা। তাই চাষিরাও খুশি।

পঞ্চগড়ের গ্রামীণ শিশুরা এখন ধান কুড়োনোর আনন্দে মেতেছে। শিশুদের এই ধান কুড়োনো এলাকার অনেক পুরোনো সংস্কৃতি হলেও করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে স্কুল বন্ধ থাকায় ছুটির আমেজে তারা বন্ধুরা মিলে ধান কুড়োচ্ছে। এই দৃশ্যে ধানের পরিমান মুখ্য না হলেও আনন্দটাই তাদের কাছে অনেক বড় ।

শিশুদের ধান কুড়োনোর অনন্দ তাদের মনোজাগতিক বিকাশে অত্যন্ত সহায়ক হবে বলে মনে করছেন শিশু বিশেষজ্ঞরা। করোনা সংকটের কারণে শহুরে শিশুরা যখন চার দেয়ালের মাঝে বন্দি হয়ে পড়েছে তখন গ্রামীণ শিশুরা এসব আনন্দে মেতে আছে । তারা প্রকৃতির সঙ্গ পাচ্ছে। এ আনন্দ তাদের দৈহিক গঠনেও কাজে লাগবে।

পঞ্চগড় জেলা শিশু কর্মকর্তা মো: আক্তারুজ্জামান বলেন, উত্তরবঙ্গে শিশুদের ধান কুড়োনো অনেক আগে থেকেই একটি প্রচলিত সংস্কৃতি। লেখাপড়ার চাপে শিশুদের আনন্দ উদযাপনের এই সংস্কৃতি প্রায় হারিয়ে যেতে বসেছিলো। করোনা সংকটে স্কুল বন্ধের কারণে তারা আবার সেই আনন্দ উপভোগ করছে। শিশুদের মেধা বিকাশে এই আনন্দ বিরাট ভূমিকা রাখবে।

ডিসেম্বরেই পড়বে প্রবল শীত। হাড় কাঁপানো শীতে শিশুরা জড়োসড়ো হয়ে পড়বে। তখন মাঠে থাকবে না ধান। বিশাল মাঠে দৌঁড়াদৌঁড়ি হয়তো বন্ধ হয়ে যাবে তাদের। আসবে শিশু রোগ। শীতের কাপড়ের সংকটে পড়বে তারা। এ ব্যাপারে এখনি সতর্ক হওয়া প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় সচেতন মানুষ।

সুত্রঃ বিডি-প্রতিদিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *