ধেঁয়ে আসছে দেশের দিকে মহা বৃষ্টি বল ঢল ১।এটি একটি শক্তিশালী পুর্ণাঙ্গ মৌসুমি বৃষ্টি বলয়।সম্ভাব্য সময়সিমা : ৮ ই জুলাই হতে ১৬ ই জুলাই ২০২০ পর্যন্ত।আক্রান্ত স্থান, সমগ্র বাংলাদেশ, সমগ্র west bengal সেভেন সিস্টার, ও এর পার্শবর্তী এলাকা।

বেশি আক্রান্ত স্থান : চট্টগ্রাম, রংপুর বিভাগ ও খুলনা বরিশাল বিভাগের উপকূলীয় স্থান, গড়ে ৬০০ থেকে ৮০০ মি.মি.তবে মহা বৃষ্টি বলয় ঢল১, প্রথমে চট্টগ্রাম সক্রিয় হতেপারে বেশি।কলকাতা ৪০০ মি.মি.চেরাপুঞ্জী : ১৮০০ মি.মি.।

এই মহা বৃষ্টি বলয় ঢল ১ এক এক সময় দেশের এক এক অংশে বেশি সক্রিয় হতেপারে।
এই ব্যাপারে  আবহওয়া অধিদপ্তরের  টিম ঢল ১ চলাকালিন সময়ে ভিন্ন ভিন্ন সময়ে বিস্তারিত পোষ্ট করে জনগণ কে  জানানোর চেষ্টা করবে।

ঢল১ এ দেশের কোন জেলায় কত মি.মি. বৃষ্টি হতেপারে সেটা  আগামি ৭ ই জুলাই রাতে পোষ্ট  করে জানানো হবে । মহা বৃষ্টি বলয় ঢল১ দেশের সকল এলাকার বৃষ্টির চাহিদা পুরন করে আরোও অতিরিক্ত বৃষ্টি ঘটাতে সক্ষম হবে।

জনসাধারণের  সাবধানে  চলাচলের অনুরোধে করা হয়েছে।

সুত্রঃ আবহওয়ার খবর।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *