নিউজ ডেস্কঃ

নওগাঁর নিয়ামতপুরে পরিত্যাক্ত ইটের প্রাচীর চাপায় কৃষি কর্মকর্তার মৃত্যুর খবর পাওয়া গেছে। জানা যায় আজ মঙ্গলবার বেলা সাড়ে ৮টায় উপজেলা পরিষদের পূর্বদিকে একটি পরিত্যাক্ত প্রাচীর ঘেরা নিজ ভিটায় পাড়ইল ইউনিয়নের ঝাড়য়া পাড়া গ্রামের শিক্ষক এনামুল হকের স্ত্রী নাজমা আক্তার বানু (৪২) সব্জীর গাছ পরিচর্যা করছিলেন। এমন সময় পরিত্যাক্ত প্রাচীরটি ভেঙ্গে নাজমা আক্তার বানুর মাথার উপর পড়ে। সাথে সাথে ঐ কৃষি কর্মকর্তা নাজমা আকতার বানুকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে। নাজমা আক্তার বানু (৪২) নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের শ্রীমন্তপুর ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন।
নিয়ামতপুর উপজেলার কৃষি কর্মকর্তা আমীর আব্দুল্লাহ মোঃ ওয়াহেদুজ্জামান বলেন, নাজমা আকতার বানু তার বসবাসরত বাড়ীর পার্শ্বে একটি ভিটায় (সদ্য ক্রয়কৃত) সব্জী চাষ করেছিলেন। প্রতিদিনের ন্যায় আজও সেই ভিটায় সব্জী গাছের পরিচর্যা করার জন্য গিয়েছিলেন। প্রাচীরের পার্শ্বে একটি পেঁপের গাছ লাগানোর সময় ইটের প্রাচীরটি হঠাৎ তার মাথার উপর পড়ে। ঘটনাস্থলেই সে জ্ঞান হারিয়ে ফেলে এবং নাক-মুখ দিয়ে রক্ত বের হয়ে যায়। সাথে সাথে নাজমা আকতারকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। নাজমা আকতার বানুর দূর্ঘটনা জনিত কারণে আকষ্মিক মৃত্যুতে আমি ও আমার কার্যালয়ের সকল সদস্য গভীরভাবে শোকাহত। আমরা তার রুহের মাগফেরাত কামনা করি।

সুত্রঃ  রাজশাহী নিউজ ২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *