নওগাঁয় ৩২ হাজার হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণনওগাঁয় ৩২ হাজার হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ

নওগাঁ জেলায় চলতি রবি ২০২১-২২ মৌসুমে মোট ৩২ হাজার ১০০ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উল্লেখিত পরিমাণ জমি থেকে মোট ৪৬ হাজার ৮৬৬ মেট্রিক টন সরিষা উৎপাদিত হবে বলে প্রত্যাশা কৃষি বিভাগের।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ মো. শামসুল ওয়াদুদ জানিয়েছেন, জেলায় চাষ করা সরিষার উল্লেখযোগ্য জাতগুলোর মধ্যে রয়েছে বারী-১৪, বারী-১৫, বারী-৯, বারী-১৬, বারী-১৭, বিনা-৪, বিনা-৯, টরি-৭ এবং সম্পদ।

তিনি বলেন, এ বছর সবদিক দিয়ে আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার ভালো আবাদ হয়েছে, যা থেকে উৎপাদনের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনের নিশ্চিত সম্ভাবনা রয়েছে। কারণ জমিতে বিলম্বিত জাতের সরিষা বুনন এখনো অব্যাহত রয়েছে। এর ফলে আবাদের লক্ষ্যমাত্রা অতিক্রমের সম্ভাবনা রয়েছে।

উপজেলা ভিত্তিক সরিষা আবাদের লক্ষ্যমাত্রা হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ১ হাজার ৮২৫ হেক্টর। রানীনগর উপজেলায় ২ হাজার ৮০৫ হেক্টর। আত্রাই উপজেলায় ১ হাজার ৭৩০ হেক্টর। বদলগাছি উপজেলায় ৯৩৫ হেক্টর। মহাদেবপুর উপজেলায় ১ হাজার ৫০৫ হেক্টর। পত্নীতলা উপজেলায় ৫ হাজার ৩০ হেক্টর। ধামইরহাট উপজেলায় ১ হাজার ৯৬০ হেক্টর। সাপাহার উপজেলায় ৩ হাজার ৭৫০ হেক্টর। পারশা উপজেলায় ৩ হাজার ৬৭০ হেক্টর। মান্দা উপজেলায় ৪ হাজার ৪১০ হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় ৪ হাজার ৪৮০ হেক্টর জমিতে।

সুত্রঃ ডেইলি বাংলাদেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *