নওগাঁ জেলায় মাঠে মাঠে আমন ধান কাটা শুরুনওগাঁ জেলায় মাঠে মাঠে আমন ধান কাটা শুরু

জেলায় চলতি মওসুমের আমন ধান কাটা শুরু হয়েছে। জেলার অবারিত মাঠ জুড়ে চোখ জুড়ানো সোনালী ধানের আস্তরন। সেই সাথে  মাঠে মাঠে এখন ধান কাটার ধুম পরিলক্ষিত হচ্ছে। কাস্তের কচাকচ শব্দ কৃষকের হাঁকডাক আর মজুরের গানের সুমধুর আওয়াজ এক অন্যরকমের আবহ সৃষ্টি করেছে যেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ শামসুল ওয়াদুদ জানিয়েছেন, এ বছর জেলায় ১ লাখ ৯৭ হাজার ১১০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে।

এসব ধানের উন্নত ফলনশীল জাতের মধ্যে স্বর্না, ব্রি-ধান ৫১, ৫২, ৩৪, ৭১, ৭২, ৮০, ৮৭, বীনা দান-৭, ১৪, ১৭, ২০, রনজিৎ, পাইজাম ও জিরাশাইল উল্লেখযোগ্য। হাইব্রিড জাতের মধ্যে তেজ, ধানীগোল্ড, এ্যারাইজ-৭০০৬ এবং সিনজেন্টা ১২০৩। এ ছাড়াও স্থানীয় জাতের মধ্যে রয়েছে চিনিআতপ, বিন্নাফুল ও কাটারীভোগ। 

চলতি বছর আবাদকৃত জমি থেকে  গড়ে হেক্টর প্রতি ৩ দশমিক ১ মেট্রিকটন হিসেবে ৫ লক্ষ ৯৩ হাজার ৩শ ১ মেট্রিক টন চাল উৎপাদিত হবে বলে কৃষি বিভাগের প্রত্যাশা। প্রয়েজনীয় বৃষ্টিপাত হওয়া এবং অতিবৃষ্টি বা বন্যা না হওয়ায় এবং কৃষি বিভাগের প্রত্যক্ষ নিবিড় নজরদারীর ফলেজেলায় চলতি মওসুমে আমন ধানের ভালো আবাদ হয়েছে।

উল্লেখ্য চলতি বছর জেলায় উপজেলা ভিত্তিক আমন ধান চাষের পরিমাণ হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ৯ হাজার ৯শ ২০ হেক্টর। রানীনগর উপজেলায় ১৮ হাজার ৬শ ৫০ হেক্টর।

আত্রাই উপজেলায় ৬ হাজার ৭শ হেক্টর।বদলগাছি উপজেলায় ১৪ হাজার ৩শ ২৫ হেক্টর।

মহাদেবপুর উপজেলায় ২৮ হাজার ৮শ ৯০ হেক্টর।পতœীতলা উপজেলায় ২৭ হাজার ১শ হেক্টর।

ধামইরহাট উপজেলায় ২০ হাজার ৩শ ২০ হেক্টর। সাপাহার উপজেলায় ৯ হাজার ৮শ হেক্টর। পোরশা উপজেলায় ১৫ হাজার ৫শ ৫০ হেক্টর।

মান্দা উপজেলায় ১৫ হাজার ৮শ ৫০ হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় ২৯ হাজার ৯শ ৫ হেক্টর জমিতে।
 সুত্রঃ বাসস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *