মো. মোশারফ হোসাইন, শেরপুর প্রতিনিধি:
শেরপুর জেলার নকলা উপজেলার ১০টি সিআইজি সমিতির ৫ জন করে মোট ৫০ জন কৃষক-কৃষাণী বিভিন্ন এলাকা ঘুরে এক্সপোজার ভিজিট কার্য্য সুষ্ঠুভাবে সম্পন্ন করেছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নকলা কৃষি অফিসের আয়োজনে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট (এনএটিপি-২) এর আওতায় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিনব্যাপী এই এক্সপোজার ভিজিট কাজ চলে।
তাদের পরিদর্শনকৃত স্থান গুলোর মধ্যে বাউসা সিআইজি সমিতি ও বাছুর আলগা সিআইজির সমিতির সদস্যদের মধ্যে ভার্মি কম্পোস্ট প্রদর্শনী, ড্রাগন ফলের চাষ পদ্ধতি, পারিবারিক পুষ্টি বাগান, বায়োগ্যাস প্লান্ট, সীডলেস লেবু বাগান, সিআইজি সঞ্চয় কার্যক্রম, আয় বর্ধনমূলক কার্যক্রম ও সাংগঠনিক কার্যক্রম উল্লেখ্যযোগ্য।
এ এক্সপোজার ভিজিট কার্যক্রমের সময় সার্বিক দিকনির্দেশনায় ছিলেন উপজেলা কৃষি অফিসার (ইউএও) কৃষিবিদ পরেশ চন্দ্র দাস। এসময় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত কৃষি অফিসার (এইইউও) কৃষিবিদ রোকসানা নাসরিন, উপসহকারী কৃষি অফিসার (এসএএও) মো. আশরাফুল আলম, এসএএও মো. আসাদুল হক বাবু, এসএএও মো. মশিউর রহমানসহ অন্তত ৫০ জন কৃষক-কৃষাণী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।