নকলায় বিআরডিবি’র আবর্তক কৃষি ঋণ বিতরণ নকলায় বিআরডিবি’র আবর্তক কৃষি ঋণ বিতরণ

মো. মোশারফ হোসাইন, শেরপুর প্রতিনিধি:
শেরপুর জেলার নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের পশ্চিম হুজুরিকান্দা এলাকার এক কৃষক সমবায় সমিতির ২০ সদস্যের মাঝে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর কৃষি ঋণ প্রকল্পের আওতায় নগদ ৬ লাখ ৬৬ হাজার টাকা আবর্তক কৃষি ঋণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরের দিকে বিআরডিবি মিলনায়তনে পল্লী উন্নয়ন কর্মকর্তা (আরডিও) মোশাররফ হোসেনের সভাপতিত্বে সংক্ষিপ্ত এক বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে কৃষি ঋণের এসকল টাকা সুবিধাভোগী ২০ কৃষকের হাতে তুলে দেওয়া হয়।

এসময় অন্যান্যদের মধ্যে- সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা (এআরডিও) মো. মজিবর রহমান, জুনিয়র পল্লী উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমানসহ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে কর্মরত অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিক ও সুবিধাভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

উপজেলা বিআরডিবি অফিসার মোশাররফ হোসেন জানান, উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের পশ্চিম হুজুরিকান্দা কৃষক সমবায় সমিতির সদস্যরা এ পর্যন্ত মোট ৬৬ হাজার ৭৮০ টাকা শেয়ার সঞ্চয় ও প্রায় ৮২ হাজার টাকা নিজস্ব সঞ্চয় জমা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *