নন্দীগ্রামে কৃষকদের মাঝে প্রণোদনা প্রদাননন্দীগ্রামে কৃষকদের মাঝে প্রণোদনা প্রদান

নিউজ ডেস্কঃ
বগুড়ার নন্দীগ্রামে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) আয়োজনে আউশ ধানের সেচ প্রণোদনা ও উপকারভোগী ২০০ জন কৃষকের মাঝে ফলজ চারা বিতরণ করা হয়েছে। সোমবার বগুড়ার নন্দীগ্রামের ওমরদিঘী ছাগলনাইয়া গ্রামে উপকারভোগী কৃষকদের মাঝে এসব চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার। সঞ্চালনা করেন সহকারী প্রকৌশলী মোসাদ্দেক হোসেন। এ সময় ১২৪ জন কৃষককে ২০০ একর জমির প্রণোদনা হিসাবে ২ লাখ টাকা প্রদান করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক। বিশেষ অতিথি ছিলেন নন্দীগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, নির্বাহী প্রকৌশলী (বিএডিসি বগুড়া রিজিয়ন) মনিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল বারেক, সহকারী প্রকৌশলী স্বপ্নিল রায়, উপ-সহকারী প্রকৌশলী নন্দীগ্রাম ইউনিট মাসুদুল করিম রানা।
সুত্রঃ বিডি প্রতিদিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *