নিউজ ডেস্কঃ
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নলডাঙ্গা উপজেলার আয়োজনে,”কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল,তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ (৩য় পর্যায়) এর আওতায় পশ্চিম মাধনগর ব্লকে মসুর,মুগ,পেয়াজ ও সরিষা ফসলের মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত হয়। উক্ত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জনাব মোঃ আমিরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার নীলিমা জাহান, কৃষি সম্প্রসারণ অফিসার কিশোয়ার হোসেন। এছাড়াও উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় গণমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।