নাটোরে বিষমুক্ত ফল চাষে কৃষক বারীর সাফল্যনাটোরে বিষমুক্ত ফল চাষে কৃষক বারীর সাফল্য

নিউজ ডেস্কঃ
নাটোরে বিষমুক্ত ফল চাষে কৃষক বারীর সাফল্য এসেছে। তিনি নাটোরের বাগাতিপাড়া উপজেলার খন্দকার মালঞ্চি গ্রামের বাসিন্দা। কীটনাশক ছাড়াই থাই পেয়ারা, কমলা, মাল্টা, কাশ্মীরি কুল ও গোড়মতি আম চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন তিনি। তার এই সফলতা দেখে এখন অনেকেই এই পদ্ধতিতে ফলের চাষ করতে আগ্রহ প্রকাশ করেছেন।

জানা যায়, কোন প্রকার কীটনাশক ছাড়া তিনি বর্তমানে প্রায় ২০০ বিঘা জমিতে নানা ধরনের ফল চাষ করছেন। এর মধ্যে থাই পেয়ারা, দার্জিলিং ও চায়না কমলা চাষ করেছেন ৪৫ বিঘা জমিতে, মাল্টা ৪৫ বিঘায়, কাশ্মীরি কুল ২৪ ও গোড়মতি আম ১০ বিঘা জমিতে। তার উৎপাদিত এসব ফল রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে।

স্থানীয়রা বলেন, নিজের পাশাপাশি এলাকার বেকার যুবকদের কর্মসংস্থান করছেন বারী। তার ফলের বাগানে শতাধিক শ্রমিক নিয়মিত কাজ করে। নিজস্ব জমির পরিমাণ কম হলেও প্রতি বিঘা আট থেকে ১২ হাজার টাকায় লিজ নিয়ে তিনি নিজ এলাকার পাশাপাশি লালপুর, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রায় ৩০০ বিঘা জমিতে ফল চাষ সম্প্রসারণ করেছেন।

বাগাতিপাড়ার উপজেলা কৃষি অফিসার মমরেজ আলী জানান, কৃষি মন্ত্রণালয়ের মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মৃত্তিকা পরীক্ষাগার থেকে মাটি পরীক্ষা করে তিনি চাষাবাদ শুরু করেন। কীটনাশক ছাড়া থাই পেয়ারা, কমলা, মাল্টা, কাশ্মীরি কুল ও গোড়মতি আম চাষ করছেন তিনি। আমরা তাকে সকল ধরণের সহযোগিতা করে যাচ্ছি।
সুত্রঃ আধুনিক কৃষি খামার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *