নাটোরে যুবদলের তালের চারা রোপণনাটোরে যুবদলের তালের চারা রোপণ

নাটোরে শনিবার দুপুরে তালের চারা রোপণ করেছে জেলা যুবদল। যুবদল সুপ্রভাত, তালের চারা রোপণ করে রুখবো এবার বজ্রপাত; এই শ্লোগানকে সামনে রেখে নাটোরে বিএনপির অঙ্গসংগঠন যুবদল তালের চারা রোপণ কর্মসূচি গ্রহণ করেছে। শহরতলীর তেবাড়িয়া ইউনিয়নের ইয়াছিনপুর এলাকায় তালবীজ রোপণের মাধ্যমে সপ্তাহব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সহসভাপতি মো. বাবুল ব্যাপারী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামাল ব্যাপারী ও সমজান আলী সজিব, দপ্তর সম্পাদক আলমগীর শেখ, সদর থানা যুবদলের আহবায়ক আব্দুস সালাম, জেলা যুবদলের নেতা জাহিদ হোসেন বাবু এবং এস এম রওশন।

সুত্রঃ বিডি প্রতিদিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *