শাহ্ জোাবয়ের পলাশ। স্টাফ রিপোর্টার।
নালিতাবাড়ীতে পাহাড়ী ঢলে নালিতাবাড়ীর নিম্ন অঞ্চল প্লাবিত। হঠাৎ করে ভারত থেকে পাহাড়ী ঢল চলে আসায় আমন ধানের বীজতলা বন্যার পানির নিচে। প্রচুর পানি চলে আসায় আমন ধানের বীজতলা নষ্ট হয়ে যাবে। কৃষকরা বলছেন তাদের বীজতলা নষ্ট হওয়াতে তার অনেক বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন। তারা আরো বলেন বন্যা শেষে যদি জমিতে তারা চারা লাগাতে চান তাহলে অন্য এলাকা থেকে চারা কিনে এনে লাগাতে হবে। তারা আরো বলেন যদি উপজেলা কৃষি অফিস থেকে চারা দিয়ে যদি সাহায্য করতো তাহলে কৃষকরা অনেক উপকৃত হবেন।
এ বেপারে উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করলে তার জানান তার বন্যার পানি নেমে যাবার পর কৃষক দের বীজ দিয়ে সহযোগীতা করবেন।
এবং যে সব এলাকা বেশী নিম্নঅঞ্চল সেই সবাইকে যতটুক পারেন চারা দিয়ে সহযোগীতা করার চেষ্ট করবেন।