নীলফামারীর জলঢাকায় কৃষি অফিসার মাহফুজুল হকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতনীলফামারীর জলঢাকায় কৃষি অফিসার মাহফুজুল হকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বিধান চন্দ্র রায় (নীলফামারী)

নীলফামারীর জলঢাকায় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহ মুহাম্মদ মাহফুজুল হকের বিদায় সংবর্ধনা ও নব যোগদানকারী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহাদাৎ হোসেনের বরন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে এ বিদায় বরন ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

কৃষি সম্প্রসারন কর্মকর্তার মা খায়রুন নাহারের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন মীর হাসান আল বান্না, আহসান হাবীব, বাংলাদেশ বেতারের সাংবাদিক মর্তুজা ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জুয়েল সরকার, লেবু মিয়া, হানজালা, গোলাম কিবরিয়া, সার ব্যবসায়ী একরামুল হক, বিসিআইসি সার ডিলার রশিদুল ইসলাম ও কৃষক আব্দুল্লাহ হেলাল বাকী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা হারুন-অর রশীদ।

কৃষিবিদ মাহফুজুল হক লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের অতিরিক্ত পরিচালক পদে পদায়ন হন।

তিনি ২০১৫ সালে যোগদান করে জলঢাকা উপজেলার কৃষি উন্নয়নে নিরলসভাবে কাজ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *