বিধান চন্দ্র রায় (নীলফামারী)
নীলফামারীর জলঢাকায় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহ মুহাম্মদ মাহফুজুল হকের বিদায় সংবর্ধনা ও নব যোগদানকারী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহাদাৎ হোসেনের বরন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে এ বিদায় বরন ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
কৃষি সম্প্রসারন কর্মকর্তার মা খায়রুন নাহারের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন মীর হাসান আল বান্না, আহসান হাবীব, বাংলাদেশ বেতারের সাংবাদিক মর্তুজা ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জুয়েল সরকার, লেবু মিয়া, হানজালা, গোলাম কিবরিয়া, সার ব্যবসায়ী একরামুল হক, বিসিআইসি সার ডিলার রশিদুল ইসলাম ও কৃষক আব্দুল্লাহ হেলাল বাকী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা হারুন-অর রশীদ।
কৃষিবিদ মাহফুজুল হক লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের অতিরিক্ত পরিচালক পদে পদায়ন হন।
তিনি ২০১৫ সালে যোগদান করে জলঢাকা উপজেলার কৃষি উন্নয়নে নিরলসভাবে কাজ করেন।