নীলফামারীর ডিমলায় কৃষক গ্রুপে কৃষি যন্ত্রপাতি প্রদাননীলফামারীর ডিমলায় কৃষক গ্রুপে কৃষি যন্ত্রপাতি প্রদান

বিধান চন্দ্র রায় (নীলফামারী)

রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় নীলফামারীর ডিমলা উপজেলায় কৃষক গ্রুপের মাঝে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি (পাওয়ার থ্রেসার) বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ মার্চ) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষি যন্ত্রাদি বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়ের সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সেকেন্দার আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মাজেদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয়, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিমলা সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার, বালাপাড়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূইয়া, খগাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন,খালিশা চাপানি ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, স্থানীয় গনমাধ্যম কর্মীবৃন্দ উপকারভোগী কৃষকেরা ।

উপজেলা কৃষি কর্মকর্তা জানান, উপজেলার ইউনিয়ন গুলোতে গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় ৯০টি কৃষক গ্রুপ রয়েছে। এরমধ্যে ৬৪টি গ্রুপে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের বরাদ্দকৃত ৬৪টি ধান,গম,সরিষা মাড়াই পাওয়ার থ্রেসার মেশিন বিতরন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *