1. mahbub@krishinews24bd.com : krishinews :

পঞ্চগড়ে বাঘের খোঁজে কাটা হচ্ছে চা বাগান!

  • আপডেট টাইম : Friday, August 21, 2020
  • 617 Views

নিউজ ডেস্কঃ

পঞ্চগড়ে বাঘের খোঁজে চা বাগান ও জঙ্গল কেটে ফেলা হচ্ছে। সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের মুহুরীজোত ও সাহেবীজোত এলাকার চা বাগান ও জঙ্গলে বাঘ রয়েছে সন্দেহে শুক্রবার প্রশাসনের নির্দেশে চা বাগান ও জঙ্গল কাটা শুরু হয়।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার চা বাগানের ঝোপঝাড়ে বাঘ লুকিয়ে রয়েছে বলে খবর ছড়িয়ে পড়লে স্থানীয় মানুষের মাঝে আতঙ্ক দেখা দেয়। পরে ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। খবর পেয়ে বাঘ ধরতে ঢাকা থেকে বন বিভাগের প্রশিক্ষিত কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেন। কিন্তু শুক্রবার বিকেল পর্যন্ত বাঘের কোন দেখা মেলেনি।

বন বিভাগের ধারণা, লোকালয়ে দেখা যাওয়া বাঘটি চিতাবাঘ। চা বাগান বা জঙ্গলের আড়ালে সেটি লুকিয়ে থাকতে পারে।

সাতমেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান বলেন, বাঘের খোঁজে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা চা বাগান ও জঙ্গল কাটার নির্দেশনা দেন। তাদের নির্দেশনা মোতাবেক আমার ইউনিয়নের ইউপি সদস্য মো. মিন্টু কামাল ১৯ জন শ্রমিক লাগিয়েছেন। চা বাগান ও জঙ্গলটি খুবই ঘন হওয়ায় কাটতে সময় লাগছে।

সুত্রঃ পূর্বপশ্চিমবিডি

নিউজ টি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন...

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2020 krishinews24bd

Site Customized By NewsTech.Com